মাঝরাত্রে কালো কুকুরের ক্যাটক্যাটে ক্যাকোফোনিতে
গোল্ডফিশ মাছগুলো টিউবলাইটের আলোতে লেজ গোটায়
কাজ বাড়বে বলে, খালি পেটে রোদ্দুর খায় বিড়াল
বক উড়বে বলে, গলা তুলে পাখা ছড়ায়
চার দিন ভেবে ভেবে
চার মিনিটে লেখা চারটি line
চৌকো বিছানায় পাশ ফিরে যাই
football field-এর চারপাশে পা ছড়াই
পাতার আড়ালে pendulum হওয়া পচা কুল
লাল টকটকে চোখে threat দেয়
লাফিয়ে যেন catch করবি তুই
যদি বলি মাথাটা আর শান্ত নয়
আমার মাছ আর আমি
চোখ খুলে রাত কাটাই
ঘোড়ার থেকে অনেক গুণ ভালোই
তা ভেবে একটু আধটু গাঁজা চেবাই
শুয়ারের হাগা খাওয়া জিভে
roast করা গরম মশলা
অদ্ভুত দিনগুলিকে
মনে করায়
No comments:
Post a Comment